তালায় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা প্রকাশিত: ৯:৫০ অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ | আপডেট: ৯:৫০:অপরাহ্ণ, আগস্ট ২৮, ২০২১ ‘বেশি বেশি মাছ চাষ করি, বেকারত্ব দূর করি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ- ২০২১ উপলক্ষে তালায় সংবাদ সম্মেলন ও সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১১টায় উপজেলা শিল্পকলা একাডেমীতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তারিফ-উল-হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। এসময় উপস্থিত ছিলেন- সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী। সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহের বিভিন্ন কর্মসূচি সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী বলেন,মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন, মতবিনিময় এবং মাইকিংয়ের মাধ্যমে প্রচারণা, রোবার উপজেলা গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে জলাশয়ে পোনা মাছ অবমুক্তকরণ, সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শন, সোমবার প্রান্তিক পর্যায়ের মৎস্য চাষী ও মৎস্যজীবীদের সাথে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক মতবিনিময়, মঙ্গলবার উপজেলা মৎস্য চাষীদের মাছ চাষ বিষয় বিশেষ পরামর্শ প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা। বুধবার মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে নির্মিত প্রামান্যচিত্র প্রদর্শন। বৃহস্পতিবার সুফলভোগীদের প্রশিক্ষন ও বিভিন্ন মৎস্য উপকরণ বিতরণ করা,শুক্রবার ভিডিও কনফারেন্সিং মাধ্যমে জেলা পর্যায়ের কর্মকর্তাগনের মত বিনিময় ও মৎস্য সপ্তাহের সমাপনী। সংবাদটি ২৩২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত