তালায় কপোতাক্ষ নদের চর থেকে অজ্ঞাত নবজাতকের লাশ উদ্ধার প্রকাশিত: ৭:১৬ অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ | আপডেট: ৭:১৬:অপরাহ্ণ, আগস্ট ২৩, ২০২১ সাতক্ষীরার তালায় অজ্ঞাত এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। এলাকাবাসী ও পুলিশের ধারণা অবৈধভাবে কেউ গর্ভপাত ঘটিয়ে নবজাতককে নদীতে ফেলে দিয়েছে। পুলিশ জানায়, সোমবার দুপুরে উপজেলার জালালপুর ইউনিয়নের কানাইদিয়া এলাকার কপোতাক্ষ নদের চর থেকে অজ্ঞাত এই নবজাতক কন্যা সন্তানের লাশ উদ্ধার করা হয়। স্থানীয় এলাকাবাসী কানাদিয়া-কপিলমুনির খেয়াঘাট সংলগ্ন কপোতাক্ষ নদীর চরে অজ্ঞাত এক নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।খবর পেয়ে পুলিশ চর থেকে নবজাতক কন্যার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তালা থানা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী রাসেল জানান, স্থানীয় এলাকাবাসী কানাইদিয়া এলাকায় কপোতাক্ষ নদীর চরে নবজাতকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।খবর পেয়ে ঘটনাস্থলে পৌছে নব-জাতকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পরে ময়না তদন্তের জন্য অজ্ঞাত নবজাতকে লাশ সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখা হবে বলেও জানান তিনি। সংবাদটি ৩৫৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত