ভোক্তা অধিদপ্তরের অভিযানে খুলনা ফুড এগ্রো প্রসেসিং কে ৫০ হাজার টাকা জরিমানা প্রকাশিত: ১০:৫৭ অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১ | আপডেট: ১০:৫৭:অপরাহ্ণ, আগস্ট ১০, ২০২১ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও খুলনা জেলা প্রশাসনের নির্দেশক্রমে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শিকদার শাহীনুর আলম- এর নেতৃত্বে মঙ্গলবার (১০আগষ্ট) খুলনা মহানগরের বিভিন্ন এলাকায় বাজার তদারকি করা হয়। এ সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ লঙ্ঘন (খাদ্য মোড়কে মেয়াদ মূল্য না থাকা, অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশ, অনুমোদনহীনভাবে বিভিন্ন ব্রান্ডের মোড়ক ব্যবহার ও পোড়া তেল ব্যবহার)করায় খুলনা ফুড এগ্রো প্রসেসিং কে ৫০ হাজার টাকা প্রশাসনিক ব্যবস্থায় জরিমানা করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সামাজিক দূরত্ব বজায় রাখতে মাইকিংসহ, লিফলেট, প্যামপ্লেট বিতরণ করা হয়। সার্বিক সহযোগিতা করেন ৩ এপিবিএন, শিরোমনি খুলনা ও কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব) এর খুলনা প্রতিনিধি, জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এ কর্মকর্তা। সংবাদটি ২৭৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ২টি প্রতিষ্ঠানকে ২০হাজার টাকা জরিমানা খুলনায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে ৫টি প্রতিষ্ঠানকে ২৫হাজার টাকা জরিমানা