হরিঢালীর গৃহহীন সঞ্জয়ের আকুতি: খাদ্য চাইনা, বস্ত্র চাইনা, মাখা গোঁজার একটা ঘর চাই

প্রকাশিত: ৭:২৮ অপরাহ্ণ, জুন ২৬, ২০২১ | আপডেট: ৭:২৮:অপরাহ্ণ, জুন ২৬, ২০২১

খাদ্য চাইনা, বস্ত্র চাইনা বৃদ্ধা মাসহ পরিবারের পাঁচজন সদস্যের মাথা গোঁজার ঠাঁইয়ের জন্য শুধুমাত্র একটি ঘর চাই। শনিবার সকালে কপিলমুনিতে এক সংবাদ সম্মেলনে কপিলমুনির পার্শ্ববর্তী হরিঢালী ইউনিয়নের দক্ষিন সোনাতনকাঠী গ্রামের ভূমিহীন সঞ্জয় দাশ উপরোক্ত কথা বলেন। লিখিত সংবাদ সম্মেলনে সঞ্জয় জানান, পৈত্রিক সূত্রে ওই গ্রামে ৫ কাঠা জমিতে তিনি বসবাস করতেন। কিন্তু ২০০৩ সালে ছেলে নিউমোনিয়ায় আক্তান্ত হলে জমিটুকু বিক্রি করে চিকিৎসা ব্যয় নির্বাহ করা হয়। বর্তমান সে ভূমিহীন ও গৃহহীন হয়ে অত্যন্ত মানবেতর জীবন যাপন করছেন। পরিবারের ৫ জন সদস্য নিয়ে রাতে নিদ্রাযাপনের কষ্টের বর্ননা দিতে গিয়ে কেঁদে ফেললেন দলিত সম্প্রদায়ের এই ভূমিহীন গৃহহীন সঞ্জয় দাশ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

একটু আশ্রয়ের জন্য সমাজের অনেকের কাছে ছুটেছেন কিন্তু কোথাও মেলিনি আশ্রয়। তাই শেষ ভরসা মুজিব বর্ষের উপহার আশ্রায়ন প্রকল্পের একটি ঘর। এজন্য মানবতার প্রতীক প্রধানমন্ত্রীসহ, স্থানীয় এমপি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার সদয় দৃষ্টি দানের আকুতি জানিয়েছেন সঞ্জয়।


আপনার মতামত লিখুন :

এইচ এম এ হাশেম। নিজস্ব প্রতিবেদক। কপিলমুনি, খুলনা