চুকনগরে পারিবারিক কলহের জের ধরে এক ব্যক্তির আত্বহত্যা প্রকাশিত: ৮:৫৫ অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯ | আপডেট: ৮:৫৫:অপরাহ্ণ, জুন ১৯, ২০১৯ চুকনগর(সাতক্ষীরা) সংবাদদাতা: পারিবারিক কলহের জের ধরে চুকনগরে গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে এক ব্যক্তি। বুধবার বিকালে চুকনগর সরদার বাড়ীর পিছনে ভদ্রা নদীর পাড়ে শিরিস গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ পাওয়া গেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায়, বুধবার বিকালে স্থানীয় জনতা ঝুলন্ত গাছে অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে মাগুরাঘোনা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই জাকারিয়া হুসাইন ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তি ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের আবু দাউদ মোড়লের পুত্র আবু হাসান মোড়ল (৩০)। এ রির্পোট লেখা পর্যন্ত লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর পারিবারিক কলহের জেরে আত্বহত্যা সংবাদটি ৫৩৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু