পাটকেলঘাটায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু প্রকাশিত: ৯:৫৭ পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১ | আপডেট: ৯:৫৭:পূর্বাহ্ণ, মে ২৪, ২০২১ ভগ্নিপতির বাড়িতে ফ্যানের লাইন মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্টে রিপন পাড়(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবক সাতক্ষীরা সদর উপজেলার জোড়াদিয়া গ্রামের সিদ্দিক পাড়ের ছেলে। ঘটনাটি ঘটেছে রবিবার(২৩ মে) জেলার পাটকেলঘাটা থানার চোমরখালী গ্রামে। স্থানীয়রা জানায়, দুপুর ২টার দিকে ভগ্নিপতি আকবর আলী মোড়লে বাড়িতে ফ্যানের লাইন মেরামত করতে গিয়ে ঐ যুবক বিদ্যুতায়িত হয়। অত:পর তাকে পাটকেলঘাটার স্বাগতা ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ মধুসুধন মন্ডল মৃত বলে ঘোষনা করেন। তার এই অকাল মৃত্যুতে গোটা পরিবার ও এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। পাটকেলঘাটা থানা পরিদর্শক(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ মুত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। কিশোর কুমার/ডেক্স সংবাদটি ৬১০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু