শ্যামনগরে মা-বাবার সামনে সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল এক শিশুর প্রকাশিত: ৯:৩৬ অপরাহ্ণ, মে ৯, ২০২১ | আপডেট: ৯:৩৬:অপরাহ্ণ, মে ৯, ২০২১ নিহত মারিয়া আক্তার। সাতক্ষীরার শ্যামনগর মা-বাবার সামনে ইঞ্জিন চালিত ভ্যানের চাপায় এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে উপজেলার বুড়িগোয়ালীনি ইউনিয়নের জলিলের মোড় এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে। নিহত মারিয়া আক্তার (৮) ওই এলাকার হাবিবুল্লাহ’র মেয়ে। শিশুটি কলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী। স্থানীয়রা জানান, জলিলের মোড় এলাকায় রাস্তার পাশে বালু তুলছিলেন হাবিবুল্লাহ ও তার স্ত্রী আমেনা খাতুন। এ সময় তাদের শিশু কন্যা মারিয়া আক্তার পাশে খেলা করছিল। এমন সময় একই উপজেলার ভামিয়া গ্রামের ভ্যানচালক সুশান্ত দ্রুত গতিতে মোটরভ্যান মারিয়াকে চাপা দিলে গুরুতর আহত হয় মারিয়া। দ্রুত তাকে উদ্ধার করে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এদিকে, স্থানীয়রা ইঞ্জিনচালিত ভ্যানটি আটক জব্দ করতে সক্ষম হলেও এর চালক সুশান্ত পালিয়ে যায়। শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুদ হুদা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। নিহত শিশুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এসজি/ডেক্স সংবাদটি ৩৭৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা