শ্যামনগরে মাছের ঘের থেকে গৃহবধুর মরদেহ উদ্ধার প্রকাশিত: ৮:২৭ অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ | আপডেট: ৮:২৭:অপরাহ্ণ, এপ্রিল ২৩, ২০২১ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার অনন্তপুর গ্রামের একটি মাছের ঘের থেকে নুরনাহার বেগম নামের এক গৃহবধুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বিষয়টি নিশ্চিত করেছেন। শুক্রবার (২৩ এপ্রিল) সকালে পুলিশ স্থানীয় মোশারফের মাছের ঘের হতে ভাসমান অবস্থায় মহিলার মরদেহ উদ্ধার করে। তিনি ওই গ্রামের আব্দুল গফফার গাজীর স্ত্রী। ওসি নাজমুল হুদা আরও জানান,স্থানীয়দের কাছে খবর পেয়ে মৎস্য ঘের হতে ভাসমান অবস্থায় গৃহবধুর মরদেহ উদ্ধার করে সাতক্ষীরা মর্গে প্রেরণ করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৫০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন অন্ত্র ও গুলিসহ তিন বনদস্যু আটক শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী মেলা