তালায় নৌকার পক্ষে মনোনয়ন প্রত্যাশী ৫ জন প্রার্থীর মটর সাইকেল শোডাউন প্রকাশিত: ১১:২৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ | আপডেট: ১১:২৮:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২১ আসন্ন ইউনিয়ন পরিষদে নির্বাচনকে সামনে রেখে নৌকা প্রতিকের পক্ষে প্রায় ৫ শত মটর সাইকেল নিয়ে নির্বাচনী শোডাউন করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ৫ জন প্রার্থীরা। শুক্রবার বিকালে তালা উপজেলার জালালপুর ইউনিয়নে নৌকা প্রতিকের পক্ষে শোডাউন করেন সাবেক চেয়ারম্যান যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নৌকা প্রতিকের ২ বারের পরাজিত প্রার্থী রবিউল ইসলাম মুক্তি,বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক ইন্দ্রজীৎ দাশ (বাপী), বিএনপি থেকে আওয়ামীলীগে সদ্য যোগদানকারী অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) আব্দুল গফফার ও ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু সাইদ মিঠু। শোডাউনটি জালালপুরের আটুলিয়া বাজার হতে শুরো করে শ্রীমন্তকাটি নতুন বাজার, শ্রীমন্তকাটি বাজার,জেঠুয়া বাজার হয়ে জেঠুয়া পাল পাড়া,ফকির পাড়া হতে কৃঞ্চকাটি নতুন বাজার প্রদক্ষিণ করে চরকানাইদিয়া,বড় কানাইদিয়া গ্রাম প্রদক্ষিণ করে রথখোলা বাজারে এসে শোডাউনটি শেষ হয়। শোডাউন শেষে সন্ধ্যায় রথখোলা ফুটবল মাঠ প্রাঙ্গনে পথসভা অনুষ্ঠিত হয় । পথসভায় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ রাম প্রসাদের পরিচালনায় বক্তব্য রাখেন, যুদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, রবিউল ইসলাম মুক্তি, আওয়ামীলীগ নেতা ও সমাজসেবক ইন্দ্রজীৎ দাশ (বাপী), আব্দুল গফফার,মোড়ল রেজাউল ইসলাম রেজা, আবু সাইদ মিঠু প্রমুখ। পথসভায় ইন্দ্রজীৎ দাশ (বাপী) বলেন, আমি বঙ্গবন্ধুর রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রলীগের রাজনীতি করেছে, জালালপুর ইউনিয়ন যুবলীগ ও আওয়ামীলীগের সাবেক সফল সাধারন সম্পাদক দায়িত্ব পালন করেছি, তালা উপজেলা আওয়ামীলীগের দীর্ঘদিনের কার্যনির্বাহী সদস্য দায়িত্ব পালন করেছি। আসন্ন জালালপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমি আওয়ামীলীগে দলীয় মনোনয়ন প্রত্যাশী। আমার মত জালালপুর ৫ জন আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী আছি। আমাদের মধ্য আওয়ামীগের নৌকা প্রতিক যিনি পাবেন তার পক্ষে আমরা সবাই কাজ করবো।তারই প্রথম ধাপ হিসেবে আজকে আমরা ৫ জন প্রার্থী একসাথে নৌকার পক্ষে শোডাউন করেছি। সংবাদটি ৪২৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত