সাতক্ষীরায় গ্রাম আদালত সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১২:০৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ | আপডেট: ১২:০৬:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২৫, ২০২১ সাতক্ষীরায় গ্রাম আদালত সম্পর্কিত অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। সাতক্ষীরায় ‘গণমাধ্যম প্রতিনিধিদের সাথে গ্রাম আদালত সম্পর্কে অবহিতকরণ ও পরামর্শ সভা’ অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল সাড়ে ১০টায় সাতক্ষীরা সার্কিট হাউজ সম্মেলন কক্ষে উক্ত সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগ সাতক্ষীরার ভারপ্রাপ্ত উপ-পরিচালক তানজিল্লুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। সভায় জানানো হয়, জেলার চার উপজেলায় গ্রাম আদালতের প্রথম প্রকল্পে ১১ হাজার ৪৭৭টি মামলার মধ্যে ১১ হাজার ৩১০টি মামলা নিষ্পত্তি করা হয়েছে। সভায় এসময় বিভিন্ন গণমাধ্যম কর্মীরা অংশ গ্রহন করেন। সংবাদটি ২৩৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক