তালায় ২শ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই কোন শহীদ মিনার

প্রকাশিত: ১২:৫৯ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১ | আপডেট: ১২:৫৯:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৯, ২০২১
কেন্দ্রীয় শহীদ মিনার

স্বাধীনতার দীর্ঘ ৫০বছরে এসে অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর সাতক্ষীরার তালা উপজেলা চত্বরে নির্মিত হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনার। এদিকে ভাষা আন্দোলনের ৬৯বছর পার হতে চললেও তালা উপজেলার ৩শ ২৯টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ২শ ১১টি শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

 

‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী, আমি কী ভুলিতে পারি- এই গানটি শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে গাইতে পারে না উপজেলার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। তবে উপজেলা সদরে যে শিক্ষা প্রতিষ্ঠান আছে তারা শুধুমাত্র কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শ্রদ্ধা নিবেদন করতে পারে।

 

উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, উপজেলায় ৭০টি মাধ্যমিক বিদ্যালয়, ৩৫টি মাদরাসা, ১৩টি মহাবিদ্যালয় ও ২১১টি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। এর মধ্যে নন এমপিওভুক্ত ১২টি শিক্ষা প্রতিষ্ঠানে, ২৮টি মাদরাসা ও ১৭১টি প্রাথমিক বিদ্যালয়ে কোন শহীদ মিনার নেই।

 

বীর মুক্তিযোদ্ধা মফিজ উদ্দীন বলেন, বাংলাদেশ নামক ভুখন্ডের সকল আন্দোলন সংগ্রামের সূতিকাগার শহীদ মিনার। আমাদের দুর্ভাগ্য যে ভাষা আন্দোলনের ৬৯ বছর আর দেশ স্বাধীনের ৫১ বছর পার হতে গেছে কিন্তু তালা উপজেলাসহ দেশের শতভাগ শিক্ষা প্রতিষ্ঠানে এখনও শহীদ মিনার নির্মিত হয়নি।

 

বর্তমান সরকার মুক্তিযোদ্ধার পক্ষের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যোগ্য কন্যার যোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নতির চরম শিখরে পৌছে যাচ্ছে। তিনি যদি প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার করার উদ্যোগ নেন তাহলে হয়ত আমি মৃত্যুর আগে শহীদ মিনারগুলো দেখে যেতে পারবো।

 

উপজেলা মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিসার জানান, জায়গা সংকটের কারণে কিছু কিছু স্কুলে শহীদ মিনার নির্মাণ করা কঠিন হয়ে পড়েছে। তবে আমরাও চাই সব শিক্ষা প্রতিষ্ঠানে দ্রুত শহীদ মিনার নির্মাণ করা হোক। যাতে স্কুল পর্যায় থেকেই সকল শিক্ষার্থীরা মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানতে পারে। যে সকল প্রতিষ্ঠানে শহীদ মিনার নেই আমরা সে সকল প্রতিষ্ঠানের তালিকা উর্ধতন কতৃপক্ষকে অবহিত করেছি। তবে শহীদ মিনার না থাকলেও সকল প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ভাষা দিবস পালিত হয়ে থাকে।

 

এমআর/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স