লাখো মানুষের ভালোবাসায় সিক্ত হয়ে চলে গেলেন বীরমুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ

প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ | আপডেট: ৫:৩৪:অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১

লাখো মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হয়ে শোক সাগরে ভাসিয়ে চিরদিনের জন্য চলে গেলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক সংসদ সদস্য ও নলতা কেন্দ্রীয় আহছানিয়া মিশনের সহ-সভাপতি প্রবীন রাজনীতিক বীর মুক্তিযোদ্ধা মুনসুর আহমেদ।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

মঙ্গলবার বাদ জোহর সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে তার জানাজা নামাজে জনতার ঢল নামে। এর আগে তার মরদেহে জেলার সর্বস্তরের মানুষ পুষ্পমাল্য অর্পনের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। জানাজা নামাজের আগে তাকে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। জানাজা নামাজের আগে মরহুমের জীবন ও কর্ম তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, সাতক্ষীরা-৩ আসনের এমপি ও সাবেক স্বাস্থ্য মন্ত্রী ডাঃ আ ফ ম রুহুল হক, সাতক্ষীরা-৪ আসনের এমপি জগলুল হায়দার, জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, সাবেক এমপি ফজলুল হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, পুলিশ সুপার মোস্তফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশাররফ হোসেন মশু, জেলা জাপার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু প্রমুখ। এ সময় মোবাইল ফোনে অডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। জানাজা শেষে তাকে সাতক্ষীরার দেবহাটারর পারুলিয়াস্থ গ্রামের বাড়িতে তাকে দাফন করা হয়।

প্রসঙ্গত: সোমবার রাত সোয়া ১১টায় রাজধানীর ঢাকার স্পেশালাইজড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৩ বছর। তিনি কোভিড-১৯ করোনাক্রান্ত হয়ে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। করোনা নেগেটিভ আসার পর উন্নত চিকিৎসার জন্য গত ১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা ২০ মিনিটে সাতক্ষীরা স্টেডিয়াম থেকে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে ঢাকায় নেওয়া হয়। সেখানে তিনি মৃত্যু বরন করেন।

 

এসজি/ডেক্স


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স