প্রথম চালানে সাতক্ষীরায় পৌঁছেছে ৬০ হাজার ডোজ করোনার টিকা প্রকাশিত: ১২:২৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ | আপডেট: ১২:২৭:পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২১ প্রথম চালানে সাতক্ষীরা জেলায় ৬০ হাজার ডোজ করোনা টিকা এসে পৌছেছে। স্বাস্থ্য অধিদফতর থেকে ফ্রিজার গাড়িযোগে ৩১ জানুয়ারী সকাল ৯ টার দিকে সাতক্ষীরা এসে পৌঁছায় এসব টিকা। সাতক্ষীরা সিভিল সার্জন ডা. হুসাইন শাফায়াত জানান, এসব করোনা টিকা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জেলা ইপিআই ভবনে ২ থেকে ৮ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আইএলআর ফ্রিজে সংরক্ষণ করা হয়েছে। তিনি আরো জানান, সাতক্ষীরা স্বাস্থ্য বিভাগের সাড়ে ৪ লাখ ডোজ টিকা রাখার সক্ষমতা রয়েছে। সরকারি নির্দেশনা অনুযায়ী প্রথম ধাপের ৬০ হাজার ডোজ করোনা টিকা জেলায় সরকারি-বেসরকারি স্বাস্থ্যকর্মী, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মী, নির্বাচিত জনপ্রতিনিধি, পুলিশ সদস্য, পয়নিস্কাশন কর্মীসহ বিভিন্ন পেশাজীবীদের প্রদান করা হবে। করোনা ভাইরাসকরোনা ভ্যাকসিনকরোনার টিকা সংবাদটি ৫৬৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান