তালায় গ্রাম আদালতের অগ্রগতী বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত প্রকাশিত: ১:৩৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ | আপডেট: ১:৩৭:পূর্বাহ্ণ, জানুয়ারি ২৯, ২০২১ তালায় ইউপি সচিবদের অংশগ্রহনে গ্রাম আদালতের অগ্রগতী বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে গ্রাম আদালত সক্রীয়করণ (২য় পর্যায়) প্রকল্পের আওতায় বৃৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে তালা বিআরডিবি হলরুমে সভা অনুষ্ঠিত হয়। স্থানীয় সরকার বিভাগের অধিন ইউএনডিপি ও ইউরোপীয়ান ইউনিয়নের সহযোগীতায় সভায় রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মো. তারিফ-উল-হাসান। ওয়েব ফাউন্ডেশন’র সংশ্লিষ্ট প্রকল্পের জেলা সমন্বয়কারী মো. জহির উদ্দীন’র সঞ্চালনায়, অগ্রগতি পর্যালোচনা ও গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে বক্তৃতা করেন, ইউএনডিপির জেলা ফ্যাসিলিটেটর রাজু জবেদ। সভায় তালা উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের সচিব উপস্থিত ছিলেন। এসময় ইউনিয়ন পরিষদের অধিন গ্রাম আদালতের কার্যক্রম শক্তিশালীকরন ও অব্যাহত রাখা, গ্রাম আদালতের এখতিয়ারসমূহ, মাসিক কর্মতৎপরতা পর্যালোচনা, প্রতিবেদন তৈরি-সরবারহ এবং মানসম্মত সেবা প্রদানের উপর আলোচনা হয়। সংবাদটি ১৯২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত