চুকনগরে ১৬দলীয় ফুটবল টুর্নামেন্টের ২য় রাউন্ড অনুষ্ঠিত প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ | আপডেট: ১১:১৮:অপরাহ্ণ, জানুয়ারি ১৫, ২০২১ চুকনগরের নরনিয়া বুড়িভদ্রা সমাজ কল্যাণ যুবসংঘের আয়োজনে সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম আলহাজ্ব গাজী আঃ হাদির স্বরণে ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার(১৫ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টায় নরনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শেখ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্হিত থেকে খেলার উদ্বোধন করেন চুকনগর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ি ও তরুন সমাজ সেবক শেখ হেলাল উদ্দিন। বিশেষ অতিথির হিসাবে উপস্হিত ছিলেন শেখ কামাল হোসেন, প্রশান্ত কুমার ঘোষ, আমির হাসান, আশুতোষ দাস, আলী, কবির হাসান ডাবলু প্রমুখ। খেলায় গৌরিঘোনা সোহেল স্বৃতি ফুটবল একাদশ বনাম রুদাঘোরা স্বনির্ভর সোনার বাংলা ফুটবল একাদশ এর মধ্যকার খেলায় (২-০) ডুমুরিয়া রুদাঘোরা স্বনির্ভর সোনার বাংলা ফুটবল একাদশকে পরাজিত করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের লিটন রায়। খেলায় ধারা বিবরনী দেন মহির ঊদ্দিন মাহি ও মাস্টার শামিম হাসান। সার্বিক দায়িত্বে ছিলেন মনিরুজ্জামান লিটন, মফিজুল ইসলাম মফিজ। খেলা পরিচালনা করেন সম নাজমুল বারী, গাজী বিল্লাল হোসেন ও শামীম হাসান। সংবাদটি ৫০৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু