সাতক্ষীরায় মাছের ঘের থেকে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১২:২৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১ | আপডেট: ১২:২৯:পূর্বাহ্ণ, জানুয়ারি ৪, ২০২১

সাতক্ষীরার সদর উপজেলার শিবপুর ইউনিয়নের মাছের ঘের থেকে রিংকু মল্লিক (২২) নামে এক প্রতিবন্ধী যুবকের মরদেহ উদ্ধার হয়েছে। রিংকু মল্লিক ওই এলাকার জব্বার মল্লিকের ছেলে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

রোববার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে সাতক্ষীরা মজুমদারের খালের পাশের একটি মাছের ঘের থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন জানান, সকালে স্থানীয় লোকজন মাছের ঘেরে নগ্ন ও কর্দমাক্ত মরদেহ ভাসতে দেখে খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে পরিচয় সনাক্ত করে।

তার পরিবারের দেওয়া তথ্য মতে রিংকু মল্লিক মানসিক ও শারীরিক প্রতিবন্ধী। কীভাবে রিংকুর মৃত্যু হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছে।

তিনি আরও জানান, মরদেহটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স