তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ | আপডেট: ১১:৫১:অপরাহ্ণ, জানুয়ারি ২, ২০২১ “ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্ত জনে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার (২ জানুয়ারী) তালায় জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে উপ-শহরে র্যালি শেষে উপজেলা পরিষদ চত্বরে এক সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইকবাল হোসেনের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা অফিসার শেখ আব্দুল আউয়াল। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী, উপজেলা প্রকৌশলী মোঃ আব্দুল মজিদ মোল্যা প্রমুখ। অনুষ্ঠানে মাগুরা প্রতীক্ষা বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরাসহ বয়স্ক, বিধবা ও অন্যান্য প্রতিবন্ধীরা অংশগ্রহণ করেন। সংবাদটি ৩৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত