সাতক্ষীরায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের মানববন্ধন প্রকাশিত: ২:৫২ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ | আপডেট: ২:৫২:অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২০ বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবীতে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীরা সাতক্ষীরায় মানববন্ধন কর্মসুচি পালন করেছে। বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তৃতীয় শ্রেণির কর্মচারী পরিষদ সাতক্ষীরা সদর উপজেলা শাখার আয়োজনে মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদের সামনে উক্ত মানববন্ধন কর্মসুচি পালিত হয়। সংগঠনটির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক একরামুল কবিরের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক জুলফিক্কার আলী, কবিরুল ইসলাম, আলতাফ হোসেন, জহিরুল ইসলাম, সুব্রত মজুমদার, মোমিনুর রহমান, নির্মল কুমার মন্ডল প্রমূখ। বক্তারা এ সময় বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণির কর্মচারীদের বেতন গ্রেড পরির্বতনসহ ৫ দফা দাবী বাস্তবায়নের জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন। মানববন্ধন শেষে তারা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের মাধ্যমে প্রধান মন্ত্রী বরাবর স্বারকলিপি প্রদান করেন। সংবাদটি ৫০০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক