পাইকগাছায় গাঁজাসহ আটক-৪ প্রকাশিত: ৯:৪৪ অপরাহ্ণ, মে ৩১, ২০১৯ | আপডেট: ৯:৪৪:অপরাহ্ণ, মে ৩১, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছা থানা পুলিশ ২০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক সেবনকারীকে আটক করেছে। এ ঘটনায় থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। থানা পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার গদাইপুর ইউপির গদাইপুর গ্রামের কর্মকার পাড়া মোড় হতে মাদক সেবনের সময় পুলিশ ৪ জনের নিকট থেকে ২০ গ্রাম গাঁজাসহ আটক করে। আটককৃতরা হলো উপজেলার গদাইপুর গ্রামের মৃত আনার আলী খাঁর ছেলে লাচ্চু খাঁ (৪১), মোহাম্মদ আলী গাজীর ছেলে সিদ্দিকুর রহমান (৪৫), হোচেন আলী গাজীর ছেলে আব্দুল গাজী (৩৪) ও শিলেমানপুর গ্রামের মোসলেম সরদারের ছেলে আলমগীর ফকির (২৫)। থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ এমদাদুল হক শেখ জানিয়েছেন, আটককৃতরা সকলে মাদক সেবনকারী ও মাদক বিক্রয়ের সাথে জড়িত। আটকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে বলে ওসি জানিয়েছেন। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা গাজা আটকমাদকদ্রব্য আটক সংবাদটি ৩৭২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন পাইকগাছার কপোতাক্ষের বাঁধে ভয়াবহ ভাঙ্গন: ঝুঁকিতে এলাকাবাসী পাইকগাছায় বাঁধ ভেঙে লোকালয়ে পানি, ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি