সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালিত প্রকাশিত: ৮:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ | আপডেট: ৮:৫৮:অপরাহ্ণ, ডিসেম্বর ১৬, ২০২০ সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় ও বিনম্র শ্রদ্ধা আর ভালবাসায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে বুধবার প্রত্যুষে ৩১ বার তোপরধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। এরপর সাতক্ষীরা জেলা প্রশাসক এস এম মোস্তফা কামাল ও পুলিশ সুপার মোহাম্মাদ মোস্তাফিজুর রহমান’র উদ্যোগে বুধবার সকাল সাড়ে ৮ টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সার্কিট হাউজ চত্বরে গার্ড অব ওনার ও জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এসময় সিভিল সার্জন ডা. হোসাইন সাফায়েত, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু , অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ বদিউজ্জামানসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া জেলা প্রশাসনের উদ্যোগে দিবসটি উপলক্ষে শিশু একাডেমি কতৃক আয়োজিত অনলাইন প্লাটফর্মে সকল শ্রেনীর শিশুদের ছবি আকা ও রচনা প্রতিযোগীতা, জাতির পিতার সোনার বাংলা বিনির্মানে মুক্তিযুদ্ধের চেতনা ধারন ও ডিজিটাল প্রযুক্তি সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতির সমৃদ্ধি অর্জন শীর্ষক আলোচনা, অনলাইন প্লাটফর্মে সাংস্কৃতিক অনুষ্ঠান, শহীদ মুক্তিযোদ্ধাদের বিদেহি আতœার মাগফেরাত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য কামনায় সকল ধর্মীয় প্রতিষ্টানে বিশেষ দোয়া ও জেলার সকল হাসপাতাল, জেলখানা, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ডে কেয়ার ও শিশু বিকাশ কেন্দ্র এবং শিশু পরিবার ও ভবঘুরে প্রতিষ্ঠান সমুহে উন্নত মানের খাবার সরবরাহসহ অনলাইনের মাধ্যমে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। এমআর/ডেক্স সংবাদটি ৩০২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক