বাঁকড়ায় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টূর্নামেন্ট ২য় সেমিঃ উদ্বোধন করলেন এমপি রুহুল হক প্রকাশিত: ৯:১৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ | আপডেট: ৯:১৭:অপরাহ্ণ, ডিসেম্বর ১১, ২০২০ আশাশুনির বাঁকড়ায় ফুটবল খেলা উদ্বোধন করছেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। আশাশুনি উপজেলার শোভনালী ইউনিয়নের বাঁকড়ায় লক্ষ টাকা ৮ দলিয় বঙ্গবন্ধু স্মৃতি ফুটবল টূর্নামেন্ট এর ২য় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১১ ডিসেম্বর) বিকালে বাঁকড়া ফুটবল মাঠে খেলার শুভ উদ্বোধন করেন, সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি। খেলায় শালখালী ফুটবল একাদশ ও কয়রা ফুটবল একাদশ মুখোমুখি হয়। খেলায় প্রথমার্ধে কোন গোল না হলেও দ্বিতীয়ার্ধে কয়রা ফুটবল একাদশ এক মাত্র গোল করে ফাইনালে উত্তীর্ণ হয়। বাঁকড়া ইউনাইটেড ক্লাবের সভাপতি আসাদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিফকী হিসাবে উপস্থিত ছিলেন, সাবেক স্বাস্থ্য মন্ত্রী অধ্যাপক ডাঃ আফম রুহুল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ গোলাম কবির, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী শম্ভুজিত মন্ডল, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মোসলেমা খাতুন মিলি, কাদাকাটি ইউপি চেয়ারম্যান দীপঙ্কর কুমার সরকার দীপ, কুল্যা ইউপি চেয়ারম্যান আব্দুল বাসেত আল হারুন চৌধুরী, বড়দল ইউপি চেয়ারম্যান আব্দুল আলীম মোল্যা, উপজেলা শ্রমিকলীগের সভাপতি ও আশাশুনি সদর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী ঢালী সামছুল আলম, শোভনালী ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নজরুল ইসলাম গাইন, বুধহাটা ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক মাহবুবুল আলম ডাবলু, বদরতলা আদর্শ কলেজের প্রভাষক রবীন্দ্র নাথ সরকার, বিশিষ্ট সমাজ সেবক সালাউদ্দীন বকুল। খেলা পরিচালনা করেন জাহাঙ্গীর আলম, নাসির উদ্দীন ও ফারুক হোসেন। আগামী বৃহস্পতিবার ফাইনাল খেলায় কয়রা বনাম শ্রীরামপুর ফুটবল একাদশ অংশ নেবে। সংবাদটি ৫৯১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন বন্যার্তদের সাহায্যার্থে প্রীতি ফুটবল খেলায় তালা সেন্ট মেরি জয়ী সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু