বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে সাতক্ষীরা মুক্ত দিবস পালিত প্রকাশিত: ২:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ | আপডেট: ২:১৪:অপরাহ্ণ, ডিসেম্বর ৭, ২০২০ সাতক্ষীরা মুক্ত দিবস উপলক্ষ্যে বক্তব্য রাখছেন সাতক্ষীরা- ২ আসনের সাংসদ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহম্মেদ রবি। জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসুচির মধ্য দিয়ে ৭ই ডিসেম্বর সাতক্ষীরা মুক্ত দিবস পালিত হয়েছে। জেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে সোমবার সকালে দিবসটি উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ চত্বরে জাতীয় ও মুক্তিযোদ্ধা সংসদের পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটির কর্মসুচি শুরু হয়। এরপর পর জেলা মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোশারফ হোসেন মশুসহ মুক্তিযোদ্ধা সংসদের নেতৃবৃন্দ। সংবাদটি ৪৬০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান