মণিরামপুরের ঝাঁপা ইউনিয়ন আ’লীগ সভাপতির ইন্তেকাল: শোক প্রকাশ প্রকাশিত: ৭:২৭ অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ | আপডেট: ৭:২৭:অপরাহ্ণ, ডিসেম্বর ৫, ২০২০ আলহাজ খোরশেদ আলম। (ফাইল ছবি) মণিরামপুর উপজেলার রাজগঞ্জের ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও কোমলপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক আলহাজ খোরশেদ আলম শনিবার রাত ৪ টার সময় নিজবাড়ী হানুয়ার গ্রামে ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। তিনি ব্রেন টিউমারে আক্রান্ত ছিলেন। মৃতকালে তার বয়স হয়েছিলো প্রায় ৬০ বছর। মৃত্যুকালে মরহুম খোরশেদ আলম স্ত্রী, ২ ছেলেসহ অসংখ্যা আত্মীয় স্বজন ও বন্ধু মহল রেখে গেছেন। এদিন তার প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠান কোমলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে বেলা ১১টায় বিদ্যালয়ের সকল শিক্ষক ও কর্মচারীবৃন্দ শেষ শ্রদ্ধা নিবেদন করেন। এরপর দুপুর ১২টায় রাজগঞ্জ বাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে তার প্রথম জানাজা নামাজ এবং জোহর বাদ হানুয়ার মসজিদ মাঠে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে হানুয়ার গ্রামস্থ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। আলহাজ খোরশেদ আলমের মৃত্যুতে রাজগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুম খোরশেদ আলমের নামাজে জানাজায় মণিরামপুর উপজেলা আওয়ামীলীগ, ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগ, চালুয়াহাটি আওয়ামীলীগ, মশ্বিমনগর ইউনিয়ন আওয়ামীলীগ, হরিহরনগর ইউনিয়ন আওয়ামীলীগসহ অঙ্গসংগঠনের সকল নেতাকর্মীবৃন্দ ও স্থানীয় মুসল্লিরা অংশগ্রহণ করেন। এদিকে, আলহাজ খোরশেদ আলমের মৃত্যুতে রাজগঞ্জ প্রেসক্লবের সাংবাদিকবৃন্দ, রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীবৃন্দ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শোক সমাপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমাবেদনা জ্ঞাপন করেছেন। সংবাদটি ৩৭৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য