পাটকেলঘাটায় সুধীজনদের সাথে অ্যাটর্নি জেনারেলের মতবিনিময় প্রকাশিত: ৮:০৬ অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ | আপডেট: ৮:০৬:অপরাহ্ণ, নভেম্বর ২৯, ২০২০ পাটকেলঘাটায় সুধীজনদের সাথে মতবিনিময়কালে বক্তব্য রাখছেন অ্যাটর্নি জেনারেল এসএম মুনির। সাতক্ষীরার পাটকেলঘাটায় স্থানীয় সুধীজন ও আওয়ামীলীগ নেতৃবৃন্দের সাথে অ্যাটর্নি জেনারেল এমএম মুনিরের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) বিকাল ৪টায় এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের নিজস্ব ল-চেম্বার কার্যালয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ্যাডভোকেট মোহাম্মদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে এটর্নি জেনারেল বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশে সাতক্ষীরায় মুক্তিযোদ্ধার স্ত্রী মাহফুজা ধর্ষন মামলা ও প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার গাড়ী বহরে হামলা মামলার বিষয়ে খোঁজ খবর নিতে সাতক্ষীরায় এসেছি। তিনি আরও বলেন, যারা দলের নিবেদিত প্রাণ তাদেরকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করুণ। আওয়ামীলীগে হাইব্রিড নেতাদের চাপে দলীয় নেতাকর্মিরা কোনঠাসা। আগামী দিনে দলে ত্যাগী ও পরিক্ষিত নেতাদের মূল্যায়ন করা হবে। আমি সাতক্ষীরায় এসে নেতাকর্মিদের সাথে কথা বলে তাদের মনের অবস্থা বুঝতে পেরেছি। বিষয়টি আমি প্রধানমন্ত্রীকে অবহিত করব। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জী, হাশেম আলী, জেলা কৃষকলীগের সহ-সভাপতি স.ম আতিয়ার রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সাধারন সম্পাদক মীর জাকির হোসেন, খলিলনগর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান রাজু, উপজেলা কৃষকলীগের সদস্য সচিব ইন্দ্রজিৎ সাধু, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনারুল ইসলাম, তালা উপজেলা সেচ্ছাসেবকলীগের আহবায়ক আনোয়ার হোসেন, শ্রমিকলীগের সাধারন সম্পাদক শফিকুল ইসলাম ডানলপ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মশিউর আলম সুমন প্রমুখ। এ সময় পাটকেলঘাটা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সুধীজনেরা উপস্থিত ছিলেন। সংবাদটি ৪৬৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু