বাগেরহাটে ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে শিশুর করুন মৃত্যু প্রকাশিত: ৮:৫৩ অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ | আপডেট: ৮:৫৩:অপরাহ্ণ, নভেম্বর ২০, ২০২০ বাগেরহাটের মোল্লাহাটে অদক্ষ চালকের বেপরোয়া চালিত ইটবোঝাই ট্রলি/ট্রাকের চাকায় টিষ্ট হয়ে ঘটনা স্থলে বাইসাকেল আরোহীর মৃত্যু হয়েছে। নিহতের নাম মোঃ আবুবক্কার শেখ (১৩)। শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার কামার গ্রামে লিয়াকত শেখের বাড়ি সংলগ্ন মোল্লাহাট-চিতলমারী সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশু আবুবক্কার শেখ স্থানীয় ভান্ডারখোলা গ্রামের মোঃ রবিউল শেখের পুত্র। প্রত্যক্ষদর্শি সুত্রে জানা যায়, শিশুটি কামার গ্রাম থেকে বাইসাকেল চালিয়ে নিজ বাড়ির দিকে যাচ্ছিলেন। এমতাবস্থায় বিপরিত দিক হতে বেপরোয়া গতির ট্রলি/ট্রাক তার সাইড অতিক্রম করে শিশুটির সাইডে গিয়ে তাকে চাপা দেয়। উক্ত ইট বোঝাই ট্রলির চাকায় পিষ্ট হয়ে মাথায় মারাত্বক যখম হয়ে ঘটনাস্তলে মৃত্যু হয়। মোল্লাহাট থানার পুলিশ উপ-পুলিশ পরিদর্শক মোঃ শাহিন জানান, কয়েক জন পুলিশ সদস্য তিনি দুর্ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং ঘটনাস্থল থেকে শিশুটির মৃত দেহ উদ্ধার ও ঘাতক ট্রলি-ট্রাক আটক করা হয়েছে এবং পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য নিহত শিশুটির পরিবারের মতামতের অপেক্ষায় আছেন।পুলিশ যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহন করবে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সড়ক দূর্ঘটনা সংবাদটি ৩২৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে