কুল্যার বীর মুক্তিযোদ্ধার স্ত্রীর ঘর বরাদ্দ পেতে সরকারের কাছে আকুতি প্রকাশিত: ৮:০৯ অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ | আপডেট: ৮:০৯:অপরাহ্ণ, নভেম্বর ১৫, ২০২০ আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের এক বীর মুক্তিযোদ্ধার পরিবার মানবেতর জীবন যাপন করছে। পরিবারের পক্ষ থেকে সদাশয় প্রধানমন্ত্রীর কাছে তাদের পরিবারের জন্য একটি বসবাসের ব্যবস্থার জন্য ঘর পাওয়ার আকুল আকুতি জ্ঞাপন করা হয়েছে। গোবিন্দপুর গ্রামের বীরমুক্তিযোদ্ধা জাহির উদ্দিন ১৯৭১ সালে জীবন বাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। দেশ স্বাধীনের পর পুনরায় সংসার জীবনে ফিরে আসেন তিনি। তার চার সন্তান আছে। পিতার সম্পত্তির মধ্যে শুধুমাত্র বাবার পৈত্রিক ভিটা ছাড়া আর কিছু ছিলনা। সংসারে অভাব-অনটনের মধ্যে ২০০০ সালে তিনি অসুস্থ হয়ে পড়লে চিকিৎসার জন্য বাবার সম্পত্তি বিক্রি করে চিকিৎসা শুরু করা হলেও দীর্ঘ চিকিৎসা চলার আক পর্যায়ে ২০০৩ সালে তিনি মারা যান। সেই থেকে মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যরা মাথা গোজার ঠাই হারা হয়। অভাবের তাড়নায় স্ত্রী নুর জাহান সন্তানদের নিয়ে যশোরে চলে যান। সেখানে বড় ছেলে রিকশা চালিয়ে কোন রকম পরিবারের মুখে অন্ন তুলে দিতেন। পরে তারা যশোর থেকে আবার ফিরে আসে এলাকায়। কিন্তু ঘরবাড়ি হারা পরিবারটি এক টুকরো জমির আশায় মুক্তিযোদ্ধাদের জন্য বরাদ্ধকৃত তিন লক্ষ টাকা লোন নিয়ে মাত্র ৫ শতক জমি কিনে বড় কষ্টে বসবাস করছেন। অভাব অনটনের সংসারে ছেলেরা যশোর শহরে রিকশা চালিয়ে আজও জীবিকা নির্বাহ করে। আর নুরজাহান বেগম তার স্বামীর ভাতার টাকা দিয়ে লোন পরিশোধ করি হিমশিম খাচ্ছে। এমন অবস্থায় বর্তমান সরকারের “জমি আছে ঘর নাই” প্রকল্প বা মুক্তিযোদ্ধাদের ঘর তৈরীর জন্য বিভিন্ন বরাদ্দ পেতে নুরজাহান বেগম নিজেদেরকে যোগ্য বলে মনে করেন। নুরজাহান বলেন, বরাদ্দ পেতে আবেদন করার কথা তিনি জানতেন না। পরবর্তীতে জানলেও তখন সময় ছিলনা। ১৯৭১ সালে যে মুক্তিযোদ্ধা জীবন বাজী রেখে পাক সেনাদের বিরুদ্ধে যুদ্ধ করেন সেই মুক্তিযোদ্ধার স্ত্রী ও সন্তানরা আজ খোলা আকাশের নিচে থাকবে? এমন কথা বলতে বলতে কেঁদে ওঠেন নুর জাহান বেগম। তিনি বর্তমান সরকারের কাছে একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হিসাবে এই দেশে বসবাস করার জন্য একটি ঘরের দাবী জানান। এসজি/ডেক্স সংবাদটি ৩১৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১