আশাশুনির অসহায় জব্বার সরকারি সহায়তা পেলেন

প্রকাশিত: ৮:৫০ অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ৮:৫০:অপরাহ্ণ, নভেম্বর ১০, ২০২০
কুল্যার অসহায় জব্বারের হাতে সরকারি সহায়তা তুলে দিচ্ছেন ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী।

আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের সেই অসহায় ভূমিহীন আব্দুল জব্বার সরকারী সহায়তা পেয়েছেন। সহায়তা পেয়ে বেঁচে থাকার জন্য ছোট্ট একটি গৃহের ব্যবস্থা করার সুযোগ করে দেওয়ায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণ ভরে দোয়া করেছেন।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

কুল্যা ইউনিয়নের ১নং ওয়ার্ডের হতদরিদ্র বাসিন্দা (ঘর নেই, জমি নেই) আব্দুল জব্বার জন্মের পর যখন বুঝতে শেখেন সেই থেকে বাসস্থান থেকে ছিটকে পড়ে দীর্ঘকাল কুল্যা গ্রামে অন্যের জমিতে বা ঘরের পিছনে সামান্য স্থান পেয়ে বসবাস করে আসছেন। তার এক টুকরো জমিও নেই, নেই বসবাসের জন্য কোন গৃহ।

তার জীবন বৃত্তান্ত ও কষ্টকর জীবনের প্রতিচ্ছবি তুলে ধরে স্থানীয় সাংবাদিকরা বিভিন্ন পত্রিকায় খবর প্রচার করেন। খবর পড়ে কষ্টকর জীবনের অবসানের লক্ষ্যে সরকারি কর্মকর্তা ও জন প্রতিনিধিরা এগিয়ে আসেন। তার ফলশ্রুতিতে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল প্রধানমন্ত্রীর উপহার “২বান ঢেউটিন ও নগদ ৬হাজার টাকার চেক” বরাদ্দ করেন।

 

কুল্যা ইউপি’র অসহায়-গরিব-দুঃখী মানুষের বন্ধু, জনবান্ধব ও আওয়ামী লীগের মনোনীত ইউপি চেয়ারম্যান আব্দুল বাছেত আল হারুন চৌধুরী নিজ হাতে তাকে প্রধানমন্ত্রীর উপহার তুলে দেন। এসময় আব্দুল জব্বার ইউপি চেয়ারম্যান, ইউএনও, সাতক্ষীরা জেলা প্রশাসক এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান।

 

ত্রান বিতরণ কালে আশাশুনি প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি জি এম মুজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক এসকে হাসান, ওয়ার্ড যুবলীগ সাধারণ সম্পাদক এসকে রাজা, গ্রাম ডাঃ রফিক আহমেদ, প্রেসক্লাব সদস্য শেখ বাদশা, জ্বলেমিন হোসেন, সামাজিক সংগঠন, আশাশুনি ব্লাড ব্যাংক সাধারণ সম্পাদক তারিক আনাম শুভ, নির্মিসা সদস্য তুহিন আহম্মেদ প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স