আশাশুনিতে মোবাইল কোর্টে ৮ জনকে জরিমানা প্রকাশিত: ১২:০৮ পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ | আপডেট: ১২:০৮:পূর্বাহ্ণ, নভেম্বর ১০, ২০২০ আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করছেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রে ও সহকারী কমিশনার (ভূমি) শাহীন সুলাতানা। আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে প্রকাশ্যে ধূমপান করায় ২ জন ও মাস্ক ব্যবহার না করার অপরাধে ৬ জনকে জরিমানা করা হয়েছে। সোমবার বিকালে আশাশুনি সদরের বিভিন্ন সড়কে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহীন সুলতানা বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় প্রকাশ্যে ধূমপান করায় রাউতাড়া গ্রামের মৃত কফিল উদ্দিন সরদারের পুত্র ইউসুফ ও চাপড়া গ্রামের এবাদুল গাজীর পুত্র সুরোতকে ২০০ টাকা জরিমানা করেন। একই সময় কেয়ারগাতি গ্রামের আঃ কাদের গাজীর পুত্র রুবেল, আনুলিয়া গ্রামের মোশাররফ হোসেনের পুত্র জাহাঙ্গীর, আশাশুনি সদরের মুজিবর ঢালীর পুত্র গোলাম মোস্তফা, বুড়িয়া গ্রামের গোপাল মন্ডলের পুত্র মহিতোষ, ধুলিহর গ্রামের আঃ হান্নানের পুত্র পলাশ ও কোদন্ডা গ্রামের জগদীশ বৈদ্যর পুত্র দিপংকরকে মাস্ক ব্যবহার না করার অপরাধে ৫৫০ টাকা জরিমানা করা হয়। সংবাদটি ২২৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আশাশুনিতে এক গৃহবধুকে গলা কেটে হত্যা করেছে দূর্বৃত্তরা আশাশুনিতে নির্মানাধীন ব্রীজ থেকে পড়ে নিহত ২, আহত ১