চুকনগরে দোকানের সার্টার ভেঙ্গে দূঃসাহসিক চুরি: খোয়া গেছে লক্ষাধিক টাকার মালামাল প্রকাশিত: ১১:০৫ অপরাহ্ণ, মে ২৪, ২০১৯ | আপডেট: ১১:২০:অপরাহ্ণ, মে ২৪, ২০১৯ চুকনগর(খুলনা) সংবাদদাতা: খুলনার চুকনগরে সাপল দিয়ে দোকানের সার্টার টেনে ভিতরে প্রবেশ করে মালামাল চুরির অভিযোগ পাওয়া গেছে। খোয়া গেছে প্রায় লক্ষাধিক টাকার মালামাল। বৃহস্পতিবার দিবাগত রাতে যশোর রোডে একটি মুদির দোকানে এ চুরির ঘটনা ঘটে। এব্যাপারে ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছে। ভুক্তভোগী শহরের ব্যবসায়ী আলিফ ষ্টোরের মালিক ওলিয়ার রহমান জানায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১২টার দিকে তার দোকান বন্দ করে বাড়িতে যান। প্রতিদিনের ন্যায় তিনি শুক্রবার সকালে দোকান খুলে ভিতরে প্রবেশ করে দেখতে পান দোকানের ভিতরে রাখা প্রায় লক্ষাধিক টাকার সিগারেট কে বা কারা চুরি করে নিয়ে গেছে। এসংবাদ জানা মাত্রই স্থানীয় ইউপি চেয়ারম্যান এ্যাডঃ প্রতাপ রায় ও বাজার ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি প্রহ্লাদ ব্রহ্ম দোকানে আসেন এবং ঘটনার সত্যতা দেখতে পান। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল। সুন্দরবনটাইমস.কম/গাজী আব্দুল কুদ্দুস/চুকনগর চুকনগরে দু:সাহসিক চুরিলক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি সংবাদটি ৩৮৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন রাজনৈতিক উদ্দেশ্যে সামাজিক সংগঠনের ছবি ব্যবহারের প্রতিবাদ সাতক্ষীরায় বৃদ্ধি পেয়েছে জনপ্রিয় পানি ফলের চাষ