আশাশুনি সদরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রকাশিত: ৮:১০ অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০ | আপডেট: ৮:১০:অপরাহ্ণ, নভেম্বর ৯, ২০২০
আশাশুনি সদরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের প্রশিক্ষণ প্রদান ও উদ্বোধন করছেন প্রধান অতিথি স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার।
আশাশুনি সদরে কমিউনিটি সাপোর্ট গ্রুপের একদিনের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে আশাশুনি সরকারি প্রাথমিক বিদ্যালয় হল রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে ধান্যহাটি, গাইয়াখালী, নাটানা কমিউনিটি ক্লিনিকের কমিউনিটি সাপোর্ট গ্রুপের ১৫৩ জন সদস্য এ প্রশিক্ষণে অংশ নেন।
 
প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুদেষ্ণা সরকার। পৃথক ৩টি কক্ষে পৃথক পৃথক প্রশিক্ষণে বক্তব্য রাখেন আশাশুনি প্লেসক্লাব সভাপতি জিএম আল ফারুক, রিপোর্টাস ক্লাবের সেক্রেটারী আব্দুস সামাদ বাচ্চু, প্রেসক্লাবের সহ-সভাপতি আলী নেওয়াজ, সাংবাদিক এমএম সাহেব আলী, আহসান উল্লাহ বাবলু, হাবিবুল্লাহ বিলালী, জগদীশ সানা, ইউপি সদস্য সন্তোষ কুমার, মনিরুজ্জামান মনি, দিলিপ কুমার মন্ডল, এফডব্লিউএ নাজমা খানম লাভলী, স্বাস্থ্য পরিদর্শক মোক্তারুজ্জামান স্বপন, সিএইচসিপি বজলুর রহমান বাবু, অনামিকা, অলকা রানী রায় প্রমুখ।
 
প্রশিক্ষণে সাংবাদিক, মুক্তিযোদ্ধা, ভূমিহীন, ধর্মীয় নেতা, শিক্ষক, কিশোর, কিশোরী, গ্রাম পুলিশ, জনপ্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন :

আব্দুস সামাদ বাচ্চু। সংবাদদাতা। আশাশুনি, সাতক্ষীরা