তালায় আলহাজ্জ জি.এম আব্দুল আলী’র স্মরণে ৫ম দিনের খেলা অনুষ্ঠিত

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০ | আপডেট: ১১:৫০:পূর্বাহ্ণ, নভেম্বর ৮, ২০২০
উপজেলা পরিষদের  সাবেক চেয়ারম্যান  ও উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি আলহাজ্জ জি.এম আব্দুল আলী’র স্মরণে ১৬ দলীয় ফুটবল টুনামেন্টের ৫ম দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে তালা উপজেলার খলিলনগর হাইস্কুল মাঠে খেলাটি অনুষ্ঠিত হয়।
 
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপজেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও খলিলনগর ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক  এসএম জাহাঙ্গীর হাসান, তিনি বলেন যুব সমাজ আজ মাদকের পথে ধাবিত হচ্ছে।
 
মাদক মুক্ত সমাজ গড়তে যুব সমাজকে খেলাধূলার প্রতি আকৃষ্ট করতে হবে। আর এ লক্ষ্যে ক্রীড়া সংগঠকদের বেশি বেশি খেলাধূলার আয়োজন করতে হবে। যুব সমাজকে মাঠে আনতে হবে। মাদক মুক্ত যুব সমাজ গড়ে খেলাধূলার বিকল্প নেই।
 
আলোচনা সভায় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ সরদারের সভাপত্বিতে বক্তব্য রাখেন ছাত্রলীগ নেতা জিএম সালাউদ্দীন, তালা সরকারী কলেজ ছাত্রসমাজের সাধারণ সম্পাদক শেখ ইমরান হোসেন, বুলবুল আহমেদ, মমিনুর গোলদার, ফয়সাল হোসেন, জামিরুল ইসলাম, আবু সাইদ প্রমুখ। খেলাটি কয়রা ফুটবল একাদশ ও রাজাপুর ফুটবল একাদশ মধ্যে ৩-১ গোলে রাজাপুর ফুটবল একাদশ জয়লাভ করে।

আপনার মতামত লিখুন :

এম.এ মান্নান। নিজস্ব প্রতিবেদক। তালা, সাতক্ষীরা