সংখ্যালঘু মন্ত্রণালয় গঠনের দাবিতে মোংলায় মানববন্ধন ও পথসভা প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ | আপডেট: ৬:৫৬:অপরাহ্ণ, নভেম্বর ৭, ২০২০ সাম্প্রদায়িকতা রুখো, বীর বাঙ্গালি জাগো শ্লোগানের ব্যনারে মোংলা শহরের প্রাণকেন্দ্রে চৌধুরী মোড়ে এক মনববন্ধন ও পথসভায় মিলিত হয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ। এ সময় তারা নিজেদের সংখ্যা লঘু চিহ্নিত করে হিন্দু খৃষ্টান ও বৌদ্ধ দের রক্ষায় আলাদা একটি মন্ত্রনালয় খোলার দাবী করেন। ৭ নভেম্বর সকাল ১০টায় অনুষ্ঠিত স্থানীয় আওয়ামীলীগ নেতা উৎপল কুমারের নেতৃত্বে মানববন্ধন ও পথসভায় যোগ দেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের মোংলা শাখা নেতৃবৃন্দ সহ স্থানীয় হিন্দুধর্মাবলম্বি আপামোর জনতা। অয়োজিত মানব বন্ধনের পথসভায় বক্তারা বলেন দেশের স্বাধীণতা যুদ্ধে যেমন দেশের সব ধর্মের লোক অংশ গ্রহন করে বুকের তাজা রক্ত ঢেলে দি এ দেশ স্বাধীন করেছে এদেশে সবার অধিকার ও তেমন সমান। তারা সাম্প্রতীত বিভিন্ন স্থানে সংখ্যা লঘুদের উপর হামলার দাবি করে এর প্রতিকার চেয়ে সংখ্যা লঘুদের জান মাল রক্ষায় আলাদা সংখ্যা লঘু মন্ত্রনালয় গঠনের দাবি করেন। সংবাদটি ২৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন প্লাস্টিকের ব্যাগ-প্যানা পরিবেশ দূষন সহ হাজার বছরের অভিশাপে পৌছে দিচ্ছে দেশকে মোংলা বন্দরের নাব্যতা রক্ষা করতে না পারলে সকল উন্নয়ন-আধুনিকতা ভেস্তে যাবে