কালিগঞ্জে জেলের জালে আটকা পড়ল বিরল প্রজাতির শুশুক প্রকাশিত: ১২:২০ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ | আপডেট: ১২:২০:অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ কালিগঞ্জের কাঁকশিয়ালী নদীতে জেলের জালে আটকা পড়েছে বিরল প্রজাতির একটি শুশুক। বুধবার দিবাগত রাতে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের উত্তর শ্রীপুর ঘোষখালী এলাকায় জেলে মঙ্গল ঘোষের (৪৫) জালে ধরা পড়ে শুশুকটি। মৃত অবস্থায় আনুমানিক ৩০ থেকে ৩৫ কেজি ওজনের শুশুকটি বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের গ্রাম পুলিশ শরিফুল ইসলাম ও ৮নং ওয়ার্ডের গ্রাম পুলিশ নূর ইসলাম। তারা জানান, তাদের এলাকায় নদীতে জেলে মঙ্গল ঘোষের পাতা জালে বৃহস্পতিবার ভোর ৬ টার দিকে মৃত অবস্থায় একটি শুশুক ধরা পড়েছে বলে জানতে পারেন। তারা ঘটনাস্থলে যেয়ে সেটি উদ্ধার করে উপজেলা প্রশাসনকে অবগত করেন এবং উপজেলা পরিষদ চত্বরে নিয়ে আসেন। এটি মাছ নাকি অন্য কিছু তা তারা সঠিক ভাবে জানেন না। এ সময় উপজেলার বিভিন্ন অধিদপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ সাধারণ উৎসুক জনতা চারপাশ ঘিরে সেটি দেখতে থাকেন। জেলের জালে আটকে পড়া মাছ বা প্রাণীটিকে বিরল প্রজাতির শুশুক হিসেবে উল্লেখ করেন অভিজ্ঞ ব্যক্তিবর্গ। স্থানীয়ভাবে এটা কাটাবোল মাছ নামেও পরিচিত বলে জানান কেউ কেউ। পরবর্তীতে মৃত শুশুকটিকে সমাধিস্থ করা হয়েছে বলে জানা গেছে। সংবাদটি ৭৮২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু