কালিগঞ্জে রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করলেন জেলা প্রশাসক প্রকাশিত: ১২:১৩ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ | আপডেট: ১২:১৩:অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২০ কালিগঞ্জে বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্কের ভিত্তি প্রস্তর স্থাপন করছেন জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল। কালিগঞ্জ উপজেলা মথুরেশপুর ইউনিয়ন বসন্তপুরে রাজা প্রতাপাদিত্য ও রাজা বসন্ত রায়ের স্মৃতি বিজড়িত কাঁকশিয়ালী ইছা মতি ও কালিন্দী নদীর ত্রি-মোহনায় বসন্তপুর রিভার ড্রাইভ ইকো পার্ক এর ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এস,এম, মোস্তফা কামাল। বৃহস্পতিবার(২৯অক্টোবর) বিকাল ৪টায় বসন্তপুর চন্দ্র ভবন এলাকায় ভিত্তি প্রস্তর স্থাপনের ফলক উন্মোচন করে মোনাজাত করেন। পরে কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক রাসেলের সভাপতিত্বে ও কালিগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চলনায় ভিত্তি প্রস্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন। জেলা প্রশাসক এস,এম মোস্তফা কামাল তিনি বলেন একেবারে সীমান্ত সংলগ্ন পুরাতন বসন্তপুর পোর্ট বন্দরটি পার্ক হিসাবে এবং সাধারণ মানুষের বিনোদন এবং পিকনিক স্পট হিসাবে পরিচিতি লাভ করবে এবং পার্কটি সৌন্দয্য বর্ধন ও উন্নয়নের জন্য যা যা করার প্রয়োজন বিশেষ করে রাস্তা, ম্যানগ্রোফ, সুপেয় পানি, নৌবন্দর চালু সহ সার্বিক উন্নয়ন করার আশ্বাস দেন এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জ্যৈষ্ঠ পুত্র শেখ কামাল এর নামে উপজেলা আওয়ামীলীগের সভাপতি পার্কের নাম করার দাবী জানালে তিনি বসন্তপুর শেখ কামাল রিভার ড্রাইভ ইকো পার্ক নাম করণের জন্য বললে উপস্থিত সকলে সম্মতি জ্ঞাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মথুরেশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান গাইন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, সহকারী কমিশনার (ভুমি) নিজামুল আলম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাষ্টার নরিম আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও তারালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাজমুল আহছান, মহিলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, এ্যাডঃ জাফরুল ইব্রাহীম, প্রভাষক আনিছুর রহমান, অনুষ্ঠানে আজমল ফুয়াদ জেলা প্রশাসক ও তার পতœীর ছবি এঁকে উপহার প্রদান করেন। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিরাজ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিম, ছাড়াও এলাকার সুধী, সাংবাদিক, ইউপি সদস্য সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। খ্রিষ্টীয় ষোড়শ শতকে সুন্দর বনের যমুনা নদীর তীরে বঙ্গের উন্যতম স্বাধীন রাজা বিক্রমাদিত্য, প্রতাপাদিত্য ও রাজা বসন্ত রায় এখানে গড়ে তোলেন এক যশোররাদ্য দেশ। বিক্রম শ্যামনগর এবং তার ফুততুতো চাচাতো ভাই বসন্ত রায় কালিগঞ্জ উপজেলার সীমান্ত ঘেষায় যমুনা পশ্চিমতীর ও ইছামতি কালিন্দী নদীর পূর্ব তীর জুড়ে বন কেটে বসত স্থাপন করেন। তারা আত্তীয় পরিজন সহ নানা ধর্ম বর্ণের লোকদের নিয়ে। বর্তমান শীতলপুর, বসন্তপুর, প্রবাজপুর ছিল বসন্ত রায়ের সমৃদ্ধ রাজ্য ও নগর। তার নিবাসটি বসন্তপুর নামে খ্যাত। শপ্ত দশ শতকের মাঝামাঝি সময় পর্যন্ত ছিল বসন্তের রাজস্ত কাল। তিনি তার পুত্র কচু রায়ের মৃত্যুর পর একই শতকের শেষ দিকে মানান্তর ও একটি ভুমিকম্প অঞ্চলটির অলোট পালট হয়ে যায়। উনিশ শতকের দিকে বসন্তেরই এক কুলিন প্রজা মাখম লাল চন্দ্র গড়ে তোলেন বর্তমানে প্রায় ধ্বংস প্রাপ্ত এই চন্দ্র ভবনটি। মুক্তিযোদ্ধা চলাকালে চন্দ্র ভবন সম্পত্তি ফেলে ভারতে চলে যায়। আর ফিরে আসেনি। সেই থেকে এটি জেলা প্রশাসকের নামে রেকর্ড ভুক্ত হয়ে একের এক খাস খতিয়ান ভুক্ত সম্পত্তি। উল্লেখ্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ্য পুত্র শেখ কামাল, জাতির পিতার ভ্রাতা নাসের ও এবং তাদের পরিবারের অনেকে মুক্তিযুদ্ধের সময় এ এলাকা দিয়ে ভারত গমন করেন। জায়গাটি দীর্ঘদিন পড়ে থাকায় সেখানে কাষ্টম হাউজের একটি পরিত্যাক্ত ভবনে কাজ কর্ম চলে আসছিল। সংবাদটি ৪৯৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু