পাটকেলঘাটায় হত্যা মামলাসহ ওয়ারেন্টভুক্ত ২ আসামী গ্রেফতার প্রকাশিত: ৭:০৯ অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ | আপডেট: ৭:০৯:অপরাহ্ণ, অক্টোবর ১৭, ২০২০ সাতক্ষীরার পাটকেলঘাটায় হত্যা মামলা সহ ওয়ারেন্টভুক্ত ২ আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হল থানার কুমিরা ইউনিয়নের কেশা গ্রামের সেকেন্দার আলী সরদারের ছেলে জিয়াউর রহমান (৩২) ও অপর জন হল চৌগাছা গ্রামের কোহিনুর আলীর ছেলে মঞ্জুরুল শেখ (২৩)। পাটকেলঘাটা থানা ডিউটি অফিসার মাহাবুব রহমান জানান, শুক্রবার থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় মামলা(নং- ৪, তারিখ: ১৩-১০-২০২০) ও জি আর ওয়ারেন্টভুক্ত মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। পাটকেলঘাটা থানা আফিসার ইসচার্জ(ওসি) কাজী ওয়াহিদ মুর্শেদ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (১৭ অক্টোবর) আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। তিনি আরও জানান, আমার থানা এলাকায় কেউ অপরাধ করে পার পাবে না। কেকে/ডেক্স পাটকেলঘাটা থানা পুলিশ সংবাদটি ৫২৬ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন আল্লাহ তায়ালা জামায়াত-শিবিরকে সম্মানিত করেছে: গোলাম পরওয়ার পাটকেলঘাটায় ইমাদ পরিবহনের ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু