সাতক্ষীরার নলতা হাইস্কুলে ড. হোসনেয়ারা বানু বৃত্তির ২য় কিস্তির ৬০ হাজার টাকা প্রদান প্রকাশিত: ১১:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ | আপডেট: ১১:৫৪:অপরাহ্ণ, অক্টোবর ১৫, ২০২০ সাতক্ষীরার নলতা হাইস্কুলে ড. হোসনেয়ারা বানু বৃত্তির ২য় কিস্তির টাকা প্রদান অনুষ্ঠানের একাংশ সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলাধীন ঐতিহ্যবাহী নলতা মাধ্যমিক বিদ্যালয়ে ড. হোসনেয়ারা বানু বৃত্তির ২য় কিস্তির টাকা প্রদান করা হয়েছে। ১৫ অক্টোবর ২০২০ বৃহস্পতিবার বেলা ১১ টায় নলতা হাইস্কুলের প্রাক্তন কৃতি শিক্ষার্থী (১৯৮০ সালে স্ট্যান্ড করেন), একই স্কুলের প্রাক্তন শিক্ষক ও মাঘুরালী গ্রামের মরহুম ছিয়ামত আলী বিশ্বাসের ৪র্থ কন্যা, বিশিষ্ট চিকিৎসক ডা: মো. শহীদুল আলম এর বোন কানাডা প্রবাসী প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বৃত্তির ২য় কিস্তির টাকা প্রদানকালে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মোলায়েম এর সভাপতিত্বে অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্কুলের প্রাক্তন শিক্ষার্থী, নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি ও সিনিয়র প্রভাষক মো. মনিরুজ্জামান (মহসিন)। এসময় উপস্থিত ছিলেন প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু’র মেজ ভাই, বিশিষ্ট সমাজসেবক মো. হাবিবুর রহমান, নলতা শরীফ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মীর জাহাঙ্গীর হোসেন, সমাজসেবক আলহাজ্জ মো. রেজাউল ইসলাম ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী তথা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ। দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের যাতে অর্থাভাবে লেখাপড়া বন্ধ হয়ে না যায় এবং সমাজে সুনাগরিক হয়ে প্রতিষ্ঠিত হতে পারে সে লক্ষ্যকে সামনে রেখে নলতা হাইস্কুলে দীর্ঘদিন থেকে চালু রাখা প্রকৌশলী ড. হোসনেয়ারা বানু বৃত্তির জুলাই থেকে ডিসেম্বর ২০২০ পর্যন্ত মাসিক মাথাপিছু ৫ শত টাকা হারে ৬ মাসের এককালীন ৩ হাজার টাকা করে মোট ৬০ হাজার ২য় কিস্তির বৃত্তির টাকা বিদ্যালয়ে পূর্বে বাছাইকৃত ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণি পর্যন্ত দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রদান করা হয়েছে। উল্লেখ্য, ড. হোসনেয়ারা বানু বৃত্তির ১ম কিস্তির ৬০ হাজার টাকা গত ১ ফেব্রুয়ারি ২০২০ প্রদান করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৬৭০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কালিগঞ্জে ক্ষতিকর রাসায়নিক দ্রব্যে পাকানো আম জব্দ সন্তান প্রসবের পর সাফ জয়ী সাতক্ষীরার নারী ফুটবলার রাজিয়া খাতুনের মৃত্যু