সাতক্ষীরায় ক্যান্সার আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ | আপডেট: ৪:০৬:অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২০ সাতক্ষীরায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের মাঝে চেক বিতরণ করা হয়েছে। সদর উপজেলা পরিষদ ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে শনিবার বেলা ১১টায় উপজেলা ডিজিটাল কর্ণারে উক্ত চেক বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উক্ত চেক বিতরণ করেন, সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। সদর সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সমাজসেবা অধিদফতরের সহকারি পরিচালক রোকনুজ্জামান, সদর উপজেলা সমাজসেবা অফিসার শেখ সহিদুর রহমান, শহর সমাজসেবা অফিসার মিজানুর রহমান প্রমুখ। উক্ত চেক বিতরন অনুষ্ঠান থেকে এ সময় জানানো হয়, সাতক্ষীরা সদর উপজেলার ৯ জন ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসড জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ব্যক্তিদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ৪ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ৬৯৩ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক