নারীকে বিবস্ত্র করে নির্যাতনসহ সারাদেশে নারী নির্যাতনের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন প্রকাশিত: ৯:০৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ | আপডেট: ৯:০৮:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নে জড়িতদের বিচারের দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়েছে। জেলার বিভিন্ন সংগঠনের ব্যানারে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা শহরের নিউমার্কেটস্থ শহিদ আলাউদ্দিন চত্বরে উক্ত বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসুচি পালিত হয়। কর্মসূচিতে বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা এ সময় নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতন ও সিলেটে এমসি কলেজে নববধূকে গণধর্ষণসহ সারাদেশে সংঘটিত ধর্ষণ-নিপীড়নের তীব্র নিন্দা ও এ ঘটনায় জড়িতদের ফাঁসির জোর দাবী জানান। এসজি/ডেক্স সংবাদটি ৩৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান সাতক্ষীরায় নববিবাহিত স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যা, স্বামী আটক