কেশবপুরে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

প্রকাশিত: ২:২১ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০ | আপডেট: ২:২১:অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২০

যশোরের কেশবপুর থানা পুলিশ অভিযান চালিয়ে গাঁজাসহ মফিজুর রহমান (২২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতে কেশবপুর থানার উপ-পরিদর্শক সুপ্রভাত মন্ডল সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে পৌর শহরের স্বর্ণপট্টি থেকে বায়সা-নূরপুর এলাকার হায়দার আলী বিশ্বাসের ছেলে মাদক ব্যবসায়ী মফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন বলেন, গাঁজাসহ মাদক ব্যবসায়ী মফিজুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। মঙ্গলবার সকালে যশোর আদালতে প্রেরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

মশিয়ার রহমান। নিজস্ব প্রতিবেদক। কেশবপুর, যশোর