সুন্দরবনের অভয়ারণ্যে মাছ শিকারের অভিযোগে দুটি নৌকাসহ ৫ জেলেকে আটক প্রকাশিত: ৪:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ | আপডেট: ৪:৫০:অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৮, ২০২০ সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকা থেকে দুটি মাছ ধরা নৌকাসহ পাঁচ জেলেকে আটক করেছে বনবিভাগের স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা। রোববার সন্ধ্যায় গহীন সুন্দরবনের নোটাবেকি অভয়ারণ্য এলাকা থেকে তাদের আটক করা হয়। আটক জেলেরা হলেন, শ্যামনগরের সোনা খালী গামের আকবার আলীর ছেলে আনছার আলী (৪০) ও আকরাম গাজী (৪৫), বংশীপুরের মমিন গাজীর ছেলে আজগার গাজী (৩৬), সোনাখালীর সামসুর গাজীর ছেলে আলমগীর (৩৬) ও আফসার আলীর ছেলে জামাল হোসেন (৩০)। শ্যামনগরের বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের র্কমর্কতা সুলতান আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় মাছ ধরার অভিযোগে স্মার্ট পেট্রোল টিমের সদস্যরা পাঁচ জেলেকে আটক করেছে। তাদের বিরুদ্ধে বন আইনের ২৬(১) ও ২৬(১ধ)(ভ) ধারায় মামলায় দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। এসজি/ডেক্স সংবাদটি ২৮০ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন দেবহাটায় ট্রলি চাঁপায় এক স্কুল ছাত্রী নিহত নির্যাতিতদের নিয়ে সরকার গঠন হবে: তারেক রহমান