তালায় আধ্যাত্বিক সাধক এজাহার আলী ফকিরের ২৮তম মৃত্যুবার্ষিকী ২০ সেপ্টেম্বর প্রকাশিত: ২:১৬ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ | আপডেট: ৪:২৪:অপরাহ্ণ, সেপ্টেম্বর ১৯, ২০২০ আধ্যাত্বিক সাধক এজাহার আলী আধ্যাত্বিক সাধক এজাহার আলী মারফতি ফকিরের ২৮তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষ্যে সাতক্ষীরার তালা উপজেলার শিবপুর গ্রামস্থ নিজস্ব বাসভবন চত্বরে কোরআনখানী, মিলাদ মাহফিল, স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রয়াত সাধক ১৯৯২ সালের ২০ সেপ্টেম্বর ৭৮ বছর বয়সে দেহত্যাগ করেন। প্রতি বছরের ন্যায় এবারও তার বিদেহী আত্মার শান্তি কামনায় পরিবারের পক্ষ থেকে কোরআনখানী, মিলাদ মাহফিল, স্মরণসভা ও দোয়ানুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মরহুমের সকল ভক্তবৃন্দ, শুভাকাঙ্খী, আত্বীয়স্বজন, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দকে বেলা ১.৩০ মিনিটে দোয়ানুষ্ঠানে অংশগ্রহন করার জন্য পরিবারের পক্ষ থেকে প্রয়াত সাধকের কনিষ্ঠপুত্র তালা সদরের সাবেক চেয়ারম্যান, জাতীয় পার্টির তালা উপজেলার সভাপতি সাংবাদিক এস.এম নজরুল ইসলাম ও পৌত্র এস.এম আকরামুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে অংশগ্রহনের জন্য আমন্ত্রন জানিয়েছেন। উক্ত দোয়ানুষ্ঠান পরিচালনা করবেন খুলনা বিভাগের শ্রেষ্ঠ ইমাম, তালা কমপ্লেক্স জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মুহা. তাওহীদুর রহমান, আধ্যাত্বিক সাধক এজাহার আলী স্মৃতি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা মুহা.আব্দুল আলীম, শিবপুর নুরানী জামে মসজিদের খতিব হাফেজ মুহা. আব্দুর রশিদ। এনআই/ডেক্স সংবাদটি ৪২২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত