আশাশুনিতে ডলার প্রতারণা চক্রের পাঁচ জনের আত্মসমার্পন

প্রকাশিত: ১০:৫৩ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০ | আপডেট: ১০:৫৩:অপরাহ্ণ, সেপ্টেম্বর ৪, ২০২০
আশাশুনিতে ডলার প্রতারনার সাথে জড়িত ৫ ব্যক্তির ওসির নিকট আত্মসমার্পনের একাংশ।

আশাশুনিতে ডলার প্রতারণা চক্রের ৫ জন আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবিরের নিকট আত্মসমার্পণ করেছে। শুক্রবার সন্ধ্যায় তারা অফিসার ইনচার্জ এর কার্যালয়ে উপস্থিত হয়ে আত্মসমার্পন করে।

সোহাগ মাল্টিমিডিয়া এন্ড ট্র্যাভেলস

আত্মসমার্পন কারীরা হলো, উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর গ্রামের রহমত সরদার, আলাউল হোসেন, ফজলুর রহমান, দাদপুর গ্রামের আজিজুল ইসলাম ও আইতলা গ্রামের মোজাম্মেল হক। উল্লেখ্য, আশাশুনি থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ গোলাম কবির আশাশুনি থানায় যোগদানের পর থেকে আশাশুনিতে ডলার প্রতারণার সাথে জড়িতরা কোনঠাসা হয়ে পড়ে। থানা সূত্রে জানাগেছে, উক্ত ৫ জন দীর্ঘ ৭/৮ বছর ধরে ডলার প্রতারণার সঙ্গে জড়িত ছিল। শুক্রবার সন্ধ্যায় তারা থানায় উপস্থিত হয়ে ভাল হওয়ার সুযোগ চেয়ে এবং জীবনে আর কোন দিন ডলার প্রতারণার সঙ্গে জড়িত হবেনা অঙ্গিকার দিয়ে স্বেচ্ছায় তারা আত্মসমার্পন করে।


আপনার মতামত লিখুন :

নিজস্ব প্রতিবেদক। ডেক্স