তালায় ৮৭৬ পরিবারের মাঝে ভোগ্যপণ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ প্রকাশিত: ৬:২৯ অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ | আপডেট: ৬:২৯:অপরাহ্ণ, আগস্ট ২১, ২০২০ তালায় করোনা ভাইরাস (কোভিড-১৯) মোকাবেলায় উপজেলার ১২ টি ইউনিয়নের ৮৭৬ হতদরিদ্র পরিবারের মাঝে ভোগ্যপণ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। বৃহস্পতিবার (২০ আগষ্ট) ইউএনডিপি’র আওতায় স্বপ্ন প্রকল্পের মাধ্যমে সিটি ব্যাংক এর অর্থায়নে ও বে-সরকারী সংস্থা সুশলীনের ব্যবস্থাপনায় উপজেলার ১২ টি ইউনিয়ন পরিষদে উক্ত ভোগ্যপণ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়। সকল ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ছাড়াও বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্ন প্রকল্পের জাতীয় প্রকল্প ব্যবস্থাপক ড. কাজল চ্যাটার্জী, সুশীলনের উপ-পরিচলক মোস্তফা আক্তারুজ্জামান, এরিয়া ম্যানেজার আবু জাফর সিদ্দিক মিলন, পিও মহসীন আলম, সেন্টার ম্যানেজার সুকুমার মন্ডল, জিএম নুর মোহাম্মাদসহ সংশ্লিষ্ট ইউপি সচিবগণ, ইউপি সদস্যেবৃন্দ,সুশীলনের বিভিন্ন পর্যায়ের কর্মীবৃন্দ, সাংবাদিকবৃন্দ,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ সময় প্রতিটি প্যাকেটে ১২কেজি চাল, ৬ কেজি আটা, ৩ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি চিড়া, ৫ কেজি সুজি, ১ কেজি চিনি, ১ কেজি লবণ, ৬টি সাবান, ৭টি মাস্ক, ১টি হান্ডস্যানিটাইজারসহ মোট সাড়ে ২৬ কেজি পরিমাণ মালামাল প্রদান করা হয় । উল্লেখ্য, প্রতিটি ইউনিয়নে ৭৩ জন করে উপজেলার ১২ টি ইউনিয়নে হত দরিদ্র সর্বমোট ৮৭৬ পরিবারের মধ্য উক্ত ভোগ্যপণ্য ও সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। সংবাদটি ৪৩৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত