মণিরামপুরের টেংরামারী হাইস্কুলের নতুন সভাপতি হারুন প্রকাশিত: ৫:৫১ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ | আপডেট: ৫:৫১:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ যশোরের মণিরামপুর উপজেলার টেংরামারী মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটি গঠন করা হয়েছে। বুধবার (১৯ আগষ্ট) সকালে কমিটির নতুন সভাপতি হারুন অর রশিদকে সংবর্ধনা দিয়েছেন শিক্ষকরা। এসময় স্থানীয় ইউপি সদস্য তায়জুল ইসলাম মিলনসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। এর আগে সোমবার (১৭ আগষ্ট) হারুন অর রশিদকে সভাপতি করে ছয় মাসের জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেয় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর। কমিটির অন্য সদস্যরা হলেন, শাখিলারা নাসরিন, প্রদীপ কুমার ও প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র। এর আগেও একাধিকবার প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন সমাজ সেবক এই হারুন অর রশিদ। এদিকে দীর্ঘদিনপর বহিরাগতদের বাদ দিয়ে স্থানীয় হারুন অর রশিদকে সভাপতি মনোনীত করায় পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এলাকাবাসী। এই সভাপতির মাধ্যমে প্রতিমন্ত্রী অবহেলিত টেংরামারী হাইস্কুলের অবকাঠামোগত উন্নয়ন করবেন বলে সবাই আশাবাদী। সভাপতি হারুন অর রশিদ বলেন, আমাকে সম্মানিত করায় আমি প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্যরে প্রতি কৃতজ্ঞ। তিনি আমাকে ভালবেসে যে দায়িত্ব অর্পন করেছেন তা সঠিকভাবে পালন করার চেষ্টা করবো। সংবাদটি ৪৪৭ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন মণিরামপুরে নিয়ন্ত্রণহীন কাভার্ড ভ্যানের ধাক্কায় পিতা-পুত্র, দাদা-নাতিসহ ৫জন নিহত শোককে শক্তিতে রুপান্তরিত করে দেশকে এগিয়ে নিতে হবে: প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য