কবিতা: “দেখতে বাণের জল” প্রকাশিত: ৩:০৯ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ | আপডেট: ৩:০৯:অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০ দেখতে বাণের জল নামছে প্রাণের ঢল, কেউ আসছে একা একা কেউবা বেঁধে দল! ওরা ভ্রমন পিয়াসী (!) নৌকা জলে ওদের চলে ভালোবাসা বাসি, সুখে ভেসে গেয়ে হেসে দেখে বাণভাসি! ওরা প্রচার প্রিয় খুব খাজনার চেয়ে বাজনা বেশি হিরো হবার লোভ, তাই ঝোপ বুঝে দেয় কোপ! ওদের বুদ্ধিটা কোমায় বিবেকটা ঘুমায় ওরা খানিক লজ্জাবিহীন স্বপ্নেরই চুমায়! কবি শ্যামল বণিক অঞ্জনকবিতাশ্যামল বণিক অঞ্জন সংবাদটি ৬২৯ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন “হরিষে বিষাদ” আজ বিশ্ব ভালোবাসা দিবস: কেন এই ভালোবাসা দিবস?