পাইকগাছায় ৫০ পিচ ইয়াবাসহ আটক-২ প্রকাশিত: ৯:২৭ অপরাহ্ণ, মে ৮, ২০১৯ | আপডেট: ৯:২৭:অপরাহ্ণ, মে ৮, ২০১৯ পাইকগাছা (খুলনা) সংবাদদাতা: পাইকগাছায় ৫০ পিচ ইয়াবাসহ ২ জনকে আটক করা হয়েছে। আটককৃত তারিক হোসেন তুহিন (৪০) পৌর সদরের বাতিখালীর সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডর শেখ শাহাদাৎ হোসেন বাচ্চুর ছেলে ও আশরাফুল ইসলাম (২৮) উপজেলার শ্রীকণ্ঠপুর গ্রামের আব্দুল আজিজ শেখের ছেলে। ওসি এমদাদুল হক শেখ জানান, মঙ্গলবার রাত ৯ টার দিকে আটক ২ ব্যক্তি জিরোপয়েন্ট শিববাটী ব্রীজ সড়কের দ্বিতীয় কালবার্ট সংলগ্ন এলাকায় ইয়াবা বিক্রি করছে এমন খবর পেয়ে থানার এসআই মহিউদ্দীন আহম্মেদ, এএসআই মিরাজ ও এএসআই রোকনুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে ৫০ পিচ ইয়াবা সহ তুহিন ও আশরাফুলকে আটক করে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। যার নং- ০৮, তাং ০৭/০৫/২০১৯ ইং। সুন্দরবনটাইমস.কম/আমিনুল ইসলাম বজলু/পাইকগাছা পাইকগাছায় ৫০ পিচ ইয়াবাসহ আটক-২মাদকদ্রব্য আটক সংবাদটি ৩০৮ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন তালার কপোতাক্ষ নদীর চর থেকে এক নারীর মরদেহ উদ্ধার কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত