আঠারমাইলে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে জরিমানা প্রকাশিত: ২:২৮ অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ | আপডেট: ২:২৮:অপরাহ্ণ, আগস্ট ১৩, ২০২০ বিদ্যমান বৈশ্বিক কোভিড (১৯) করোনা পরিস্থিতিতে সংক্রমণ রোধে সামাজিক দূরত্ব নিশ্চিত করার নিমিত্তে ডাবল সিটে একজন যাত্রী বসবেন – এইরূপ শর্তে সদাশয় সরকার গণপরিবহন চলাচলের অনুমতি প্রদান করেন। পাশাপাশি তাদের ক্ষতি প্রশমনে ভাড়াও বর্ধিত করা হয়। কিন্তু সম্প্রতি কিছু কিছু বাস বর্ধিত ভাড়া নিয়েও অতিরিক্ত যাত্রী বহন করছে মর্মে অভিযোগ পাওয়া যায়। আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট সঞ্জীব দাস। সে প্রেক্ষিতে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট,খুলনা মোহাম্মদ হেলাল হোসেন মহোদয় এবং উপজেলা নির্বাহী অফিসার, ডুমুরিয়া মোছাঃ শাহনাজ বেগম মহোদয়ের নির্দেশনায় শনিবার (৮ আগস্ট) বিকালে আঠারো মাইল বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় সরকারি আদেশ অমান্য, যথাযথ স্বাস্থ্যবিধি না মানা এবং বর্ধিত ভাড়া নিয়েও অতিরিক্ত যাত্রী পরিবহনের অপরাধ প্রমাণিত হওয়ায় ১০ টি মামলায় সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ এর ২৪,২৫ ধারায় সর্বমোট ২৯৮০০/- অর্থদণ্ড আরোপ এবং আদায় করা হয়। একইসাথে যাত্রী সাধারণের নিকট হতে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত প্রদানের নির্দেশনা প্রদান করা হয়। মাগুরাঘোনা পুলিশ ক্যাম্পের সদস্যবৃন্দ আদালতকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করেন। ভ্রাম্যমাণ আদালত সংবাদটি ৪৪৪ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন চুকনগরে চিংড়িতে অপদ্রব্য পুশ করায় ভ্রাম্যমান আদালতে জরিমানা চুকনগরে ইঞ্জিন ভ্যান চালাতে গিয়ে ৬ বছরের শিশুর করুন মৃত্যু