কেশবপুরে মাদক কারবারি দু’পক্ষের গোলাগুলিতে এক মাদক ব্যবসায়ী নিহত প্রকাশিত: ৬:৪২ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ | আপডেট: ৬:৪২:অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২০ যশোরের কেশবপুর উপজেলার দোরমুটিয়া গ্রামে ২ দল মাদক কারবারির মাদক ও টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে রোববার রাতে গোলাগুলিতে মাদক মামলার আসামি মনিরুজ্জারহমান মান নিহত হয়েছে। খবর পেয়ে সোমবার সকালে কেশবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ, ১টি শাটার গান, ২ রাউন্ড গুলি ও ১ কেজি গাঁজা উদ্ধার করেছে। এঘটনায় থানায় মামলা হয়েছে । কেশবপুর থানা পুলিশ সূত্রে জানা যায়, ২ দল মাদক কারবারির ভিতর টাকা ও মাদক ভাগাভাগিকে কেন্দ্র করে উপজেলার দোরমুটিয়া গ্রামের একটি ইটের ভাটার পূর্বপাশে গোলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় দোরমুটিয়া গ্রামের জামাল উদ্দিন গাজি ওরফে মধুর ছেলে ১৫ টি মাদক মামলার আসামি মনিরুজ্জামান মনি (৩৮) নিহত হয়েছে। সংবাদ পেয়ে সোমবার সকালে ঘটনাস্থল থেকে পুলিশ নিহতের মরদেহসহ একটি শাটার গান, দুই রাউন্ড গুলি ও এক কেজি গাঁজা উদ্ধার করে। কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন জানান, নিহত মনিরুজ্জামান মনির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে মর্গে প্রেরণ করা হয়েছে। তার নামে কেশবপুর থানায় ১৫টি মাদক মামলা রয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।# মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সংবাদটি ৫৪৫ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু