তালায় মোবাইল ফোনে শিখন কার্যক্রম চালাচ্ছেন শিক্ষক আবুল কাশেম প্রকাশিত: ১:৩০ অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ | আপডেট: ১:৩০:অপরাহ্ণ, জুলাই ২৫, ২০২০ শিক্ষক আবুল কাশেম করোনাকালীন মোবাইল ফোনে শিখন ও মূল্যায়ন কার্যক্রম চালাচ্ছেন সাতক্ষীরার তালা উপজেলার হাজরাকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেম সরদার। বিদ্যালয় বন্ধের কারণে শিক্ষার্থীদের ক্ষতি কাটিয়ে উঠার জন্য প্রত্যেক শিক্ষার্থীর শিখন ও ধারাবাহিক মূল্যায়নের প্রয়োজনীয়তা উপলব্ধি করে শিক্ষার্থীর বৃহত্তর কল্যাণ ও দেশের জন্য কিছু করার সুযোগ এবং শিক্ষার্থীদের ভালোবাসার শক্তি থেকে অভিভাবকদের মোবাইল ফোনের মাধ্যমে ও সহযোগিতায় শিক্ষার্থীদের পড়ানো ও ধারাবাহিক মূল্যায়ন নিশ্চিত করতে নিজেকে নিয়োজিত করেছেন ঐ শিক্ষক। হাজরাকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী রাকিব,সাদিয়া, রিয়াদ,খালিদ জানায়, আবুল কাশেম স্যার প্রতিদিন রাতে আমাদের মোবাইল ফোনে পড়ান। এতে আমরা খুব উপকৃত হচ্ছি এবং করোনার মধ্যেও পড়াশুনা অব্যাহত রেখেছি। এ বিষয়ে শিক্ষক মোঃ আবুল কাশেম সরদার বলেন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ বাবুল আক্তার স্যারের নির্দেশনায় আমি বেশ কিছু দিন মোবাইল ফোনে শিক্ষার্থীদের পড়াচ্ছি। বর্তমানে ভালো ফলও পাচ্ছি। প্রথমে আমি খানিকটা হতাশ হলেও এখন শিক্ষার্থীরা বেশ আগ্রহী এবং তারা রাত ৮.৩০ টার পরে আমার ফোনের অপেক্ষায় থাকে,যা আমাকে আরও বেশি উৎসাহিত করে। হাজরাকাটী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা দাস বলেন, শিক্ষক মোঃ আবুল কাশেম সরদার সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের নির্দেশনা অনুযায়ী মোবাইল ফোনে শিখন কার্যক্রম চালিয়ে যাচ্ছেন, যেটি খুবই প্রশংসনীয়। সংবাদটি ৪৮১ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন খালেদা জিয়া বিদেশে চিকিৎসার জন্য, হাসিনা পালিয়েছে: হাবিব তালায় অধ্যক্ষ ইজ্জত উল্লাহ’র শুভেচ্ছা বিনিময় ও পথসভা অনুষ্ঠিত