কেশবপুরে শিক্ষার্থীকে উক্তাক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় দুই চাচা আহত প্রকাশিত: ৪:৫৩ অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ | আপডেট: ৪:৫৩:অপরাহ্ণ, জুলাই ২৩, ২০২০ যশোরের কেশবপুর উপজেলার নতুন মূলগ্রামে এক শিক্ষার্থীকে উক্তাক্তের প্রতিবাদ করায় বখাটের হামলায় শিক্ষার্থীর দুই চাচাকে মারপিট করে আহত করার অভিযোগ উঠেছে। জানা গেছে, উপজেলার নতুন মূলগ্রামের কামরুজ্জামানের মেয়ে কোমরপোল ফাজিল মাদ্রাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থীকে (১৯) একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে বখাটে আবু তাহের দীর্ঘদিন ধরে কুপ্রস্তাবসহ মাদ্রাসায় যাবার পথে রাস্তাঘাটে উত্ত্যাক্ত করে আসছিল। নিরুপায় হয়ে ওই শিক্ষার্থী তার বাড়িতে ঘটনাটি জানায়। পরিবারের পক্ষ থেকে তার চাচা বখাটে আবু তাহেরকে উত্ত্যাক্ত করা থেকে বিরত থাকতে বলে। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বুধবার বিকেলে বখাটে আবু তাহেরের নেতৃত্বে ওই এলাকার আবুল খায়েরসহ একদল যুবক দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে শিক্ষার্থীর চাচা কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াহেদুজ্জামান ও মির্জানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক বদরুজ্জামানের উপর হামলা চালিয়ে মারপিট করে আহত করে। খবর পেয়ে এলাকাবাসী গুরুতর আহত ওই দুই শিক্ষককে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছিল। সংবাদটি ৫৫২ বার পড়া হয়েছে আপনার মতামত লিখুন : আরও পড়ুন কেশবপুরে পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বৃষ্টিতে বিভিন্ন এলাকা প্লাবিত আজ মধু কবির ১৯৯তম জন্মবার্ষিকী, সাগরদাঁড়িতে সপ্তাহব্যাপী মধুমেলা শুরু